হাসপাতাল রোড পাদুকা ব্যবসায়ী সমিতির কমিটি গঠন হয়েছে বরিশালে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সু হাউজের স্বত্বাধিকারী মোহাম্মদ জিয়াউল হক সুমন। সাধারণ সম্পাদক হয়েছেন রিল্যাক্স সু হাউজের প্রোপাইটার মোঃ জামাল। চায়না সু হাউজের গোলাম কবিরকে বানানো হয়েছে কোষাধ্যক্ষ। ফেয়ার সু হাউজের মোঃ সাইফুল ইসলাম মনুকে বানানো হয়েছে সাংগঠনিক সম্পাদক। প্রচার ও দপ্তর সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে নাইক সু হাউজের মোঃ মিরাজুর রহমান কে। নগরীর হাসপাতাল রোড এলাকার ২৭ পাদুকা ব্যবসায়ী গত ২০ মে ২০২৫ তারিখ এক জরুরী সভায় এই কমিটি গঠন করে। সভায় এছাড়া আট জনকে উপদেষ্টা পদে মনোনীত করা হয়েছে। উপদেষ্টারা হলেন, জুম্মান সু হাউসের মোঃ বাবুল, কীর্তনখোলা শো হাউজের মিন্টু, ভেনাস সু হাউস এর শাহিন আলম, এডিডাস সু হাউসের জহিরুল হক সেলিম, চমক সু হাউজের সাখাওয়াত হোসেন তপন, স্টেইল স্টেপ সু হাউজের রেজাউল ইসলাম পাতা, তালুকদার সু হাউজের নয়ন তালুকদার, ফ্যাশন সু হাউজের খাইরুল হাসান শুভ্র।