চেম্বার অফ কমার্সের নতুন কমিটি ঘোষণা!
বরিশালে চেম্বার অফ কমার্সের নতুন কমিটি ঘোষণা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এতে একজন সভাপতি একজন সিনিয়র সহ-সভাপতি এবং একজন সহ-সভাপতি হয়েছেন। সভাপতি হয়েছেন আলহাজ্ব এবায়দুল হক চান। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোঃ জাহাঙ্গীর হোসেন মানিক। সহ-সভাপতি হয়েছেন মীর জাহিদুল কবির জাহিদ। এর বাইরে পরিচালক হয়েছেন মোহাম্মদ জিয়াউল ইসলাম সোহাগ সহ মোট ২৪ জন। এবার চেম্বার অফ কমার্সের নির্বাচনে অন্য কোন গ্রুপ এবায়দুল হক চানের প্রতিদ্বন্দ্বিতা করতে না চাওয়ায় তার প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়। ২০২৫ সালের পহেলা জানুয়ারি এই কমিটি ঘোষণা করা হয়। এদিকে চেম্বার অফ কমার্সের কমিটি ঘোষণা হওয়ার পর নতুন সদস্যদের কে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী মহল। নতুনদের কে কমার্সের কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করায় চেম্বার অফ কমার্স কে সুসংগঠিত করতে নতুনরা ভূমিকা পালন করবে বলে তাদের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেছেন ব্যবসায়ীরা।