দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল স্মার্ট সংবাদ এর প্রকাশক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক খোকন আহম্মেদ হীরা মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
সেই সংবাদে বুধবার দুপুরে ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, জহুরুল ইসলাম জহির, সিনিয়র সাংবাদিক মো. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে প্রেসক্লাবের সকল সদস্যরা অসুস্থ সাংবাদিক হীরার গৌরনদীর গেরাকুল মিয়াবাড়িস্থ বাসায় গিয়ে চিকিৎসার খোঁজ নিয়ে সুস্থতা কামনা করেন।
একইদিন সকালে সাংবাদিক হীরার বাসায় গিয়ে চিকিৎসার খোঁজ নিয়েছেন গৌরনদী পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ ।
এছাড়াও সাংবাদিক হীরার অসুস্থতার খবরে বরিশাল থেকে সাংবাদিক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একদল সংবাদকর্মী চিকিৎসার খোঁজখবর নিতে তার বাসায় ছুটে আসেন।
অপরদিকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা, বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সুশীল সমাজ ও প্রবাসী শোভাকাঙ্খীরা মোবাইল ফোনে সাংবাদিক খোকন আহম্মেদ হীরার চিকিৎসার খোঁজখবর নিয়ে দ্রুত সুস্থতা কামনা করেছেন।
চিকিৎসার খোঁজ নেওয়ায় সহকর্মী ও শোভাকাঙ্খীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে দোয়া কামনা করেছেন সাংবাদিক খোকন আহম্মেদ হীরা ও তার পরিবারের সদস্যরা।