রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৫:২০ অপরাহ্ন

এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ

ডেস্ক রিপোর্ট

সংবাদটি শেয়ার করুন....

এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০ টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী।

এক পরিসংখ্যান রিপোর্টে জানা গেছে, এ বছর পরীক্ষায় শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট ৩৪৯ টি কলেজ থেকে ৬১ হাজার ৪৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ৯১ জন এবং ছাত্রী ৩২ হাজার ৩৯০ জন। আর মোট ১৪৪টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল।
এর মধ্যে পাস করেছে ৩৭ হাজার ৬৬ জন।

গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ