সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

চালকদের মাঝে ঈদ উপহার দিলেন বরিশাল জেলা যুব দলের উলফত রানা রুবেল!

ডেস্ক রিপোর্ট-

সংবাদটি শেয়ার করুন....

বরিশালে শতাধিক অটো চালকদের মধ্যে ঈদ উপহার বিতরন করেছেন জেলা যুব দলের যুগ্ম সাধারন সম্পাদক উলফত রানা রুবেল। রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় তার কার্যালয়ে বসে এগুলো বিতরন করা হয়। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তারেক জিয়ার সুস্থতা কামনায় গরীব অটো চালকদের মাঝে এগুলো বিতরন শেষে দোয়া মোনাজাত করা হয়।

এ সময় অটা চালকরা বলেন, দীর্ঘ ১৬ বছরে এই এলাকার কেউ তাদের খোজ খবর রাখে নাই। উপহার তো দূরের কথা, বিপদে পরলেও সামন্য সহায়তা পায় নি তারা। কিন্তু ৫ ই আগস্টের পর রুবেল ভাই নানা সময়ে তাদের খোজ খবর নিয়েছেন এবং এই ঈদে তিনি তার সামার্থ্য অনুযায়ী যে ঈদ উপহার দিয়েছেন তা কখনো এই এলাকায় তো দূরের কথা বড় নেতারাও দেয় নি। তারা রুবেলের মংগল কামনা করে দোয়া করেন।

বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক উলফত রানা রুবেল জানায়, ত্যাগে নয় বরং ভোগে শান্তি। নিজে তো কিনবই পাশাপাশি সকলের জন্য সামান্য কিছু ঈদ উপহার দিতে পেরে প্রশান্তি পাচ্ছি। সাধ্যমত গরীব দুঃখীদের পাশে থাকব। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান যার যার সাধ্যমত গরীব দুঃখীদের পাশে দাড়াতে বলেছেন। দলের সুনাম অক্ষুন রাখার জন্য সকলেই সকলের জন্য এগিয়ে আসা দরকার। বিতরনকালে উলফত রানা রুবেলের সাথে তার রাজনৈতিক সহযোদ্ধারাও উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ