রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন

নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন ঢুকে পড়লো বিএনপির ক্লাবে

ডেস্ক রিপোর্ট

সংবাদটি শেয়ার করুন....

দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে একটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বিএনপির ক্লাবে ঢুকে পরেছে।

দূর্ঘটনায় বাসের দুইযাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন।

তবে ক্লাবের আংশিক ক্ষতি হলেও ক্লাব বন্ধ থাকায় বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী অন্তরা ক্লাসিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় সাকুরা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের অস্থায়ী দোকানপাট ভেঙ্গে ক্লাবে ঢুকে পরে। এতে ক্লাবের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দূর্ঘটনা কবলিত বাস দুইটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ