সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবদলের রুবেলের নেতৃত্ব বিক্ষোভ মিছিল শহীদ মশিউল আলম সেন্টুর আজ ১৭ তম মৃত্যুবার্ষিকী বরিশাল সাংবাদিক ফোরামের দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠান সাংবাদিক আক্তার ফারুক শাহিনের বিরুদ্ধে মামলা, বিএসএফ’র প্রতিবাদ বাকেরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা! পালিয়েছে আটক ছাত্রলীগ নেতা : চার পুলিশ ক্লোজড তাপবিদ্যুৎ কেন্দ্র জেটি ঘাটের ভুয়া ওয়ার্ক অর্ডার বাতিলের দাবিতে মানববন্ধন! ছাত্রলীগ নেতাকে আটক করে মুক্তিপন দাবি, ছাত্রদল সহ সভাপতি সহ আটক ৩ বরিশাল বিআরটিএ অফিসে দুদক, দালাল আটক, পালিয়েছে কর্মকর্তারা! ক্লাসে ফিরতে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

৮ মাসে পুরো কোরআনে হাফেজ!

ডেস্ক রিপোর্ট-

সংবাদটি শেয়ার করুন....

সাধারণত হেফজ বিভাগের একজন শিক্ষার্থীকে পুরো পবিত্র কোরআন মুখস্থ করতে দুই থেকে তিন বছর সময় লাগে। তবে ৮ বছর বয়সী মোহাম্মদ ওমর ফারুক একটু ব্যতিক্রম। মাত্র ৮ মাসে পুরো কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে সে। যা রীতিমতো অবাক করেছে তার শিক্ষক ও অভিভাবকদের।

জানা গেছে, মোহাম্মদ ওমর ফারুক গত ২০২৩ সালের সেপ্টেম্বরে কোরআন মুখস্থ করা শুরু করে। পরে ৮ মাসেই তা শেষ করে বিস্ময়কর এই প্রতিভা।

মুহাম্মদ ওমর ফারুকের শিক্ষকরা জানান, সে প্রথমে দুই থেকে তিন পৃষ্ঠা সবক দেওয়া শুরু করে। এরপর কখনো পাঁচ পৃষ্ঠা, আবার কখনো ১০ পৃষ্ঠা করে সবক দিত।

তারা আরও জানান, সবাই যখন বিকেলে খেলাধুলা করত, তখন রুমে বসেই পড়ত মোহাম্মদ ওমর ফারুক। যেদিন হাফেজ হয়, সেদিনও যথারীতি তাকে পড়তে দেখেন তারা।

বিস্ময়কর ও প্রখর মেধাবী এই মোহাম্মদ ওমর ফারুক লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে উপজেলার জিয়া উদ্দিন (রানার) ছেলে।

হাফেজ মুহাম্মদ ওমর ফারুক কালবেলাকে জানায়, ৮ মাসে পুরো কোরআন মুখস্থ করতে পেরে নিজেও খুশি। বড় হয়ে অনেক বড় আলেম হতে চায় সে।

মুহাম্মদ ওমর ফারুকের বাবা জিয়া উদ্দিন কালবেলাকে বলেন, আমি একজন ব্যবসায়ী। আমার ছেলের (ওমরের) মায়ের অনেক আশা ছিল তার ছেলে হাফেজ হবে। সেই ইচ্ছা সে পূরণ করেছে। তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহর প্রতি ও ছেলের শিক্ষকদের প্রতি।

মাদ্রাসার পরিচালক মাওলানা শাহাদাত হোসাইন জামিল কালবেলাকে বলেন, আল্লাহপাক কবুল করেছেন বলেই মাত্র ৮ মাসে পবিত্র কোরআন মুখস্থ করতে পেরেছে মুহাম্মদ ওমর ফারুক। এত অল্প সময় কোরআন মুখস্থ করা সাধারণ কোনো বিষয় নয়। এটা মাদ্রাসার জন্যও গর্বের।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ