বরিশাল নগরীর কাউনিয়ায় সুরুজ গাজি হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় বড় মসজিদের সামনে এই মানববন্ধন করেন তারা। এ সময় সুরুজ গাজীর স্ত্রী সুমি আক্তার বলেন, ওসমান গাজী নামের ৩ বছরের তাদের একটি পুত্র সন্তান রয়েছে। একমাত্র উপার্জনকারী কে হারিয়ে তারা এখন অসহায়। বিএনপি করতো তার স্বামী। তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তাদের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানান তিনি।
সুরুজ গাজীর ভাই শাহিন গাজী জানান, পুলিশ আসামি আটকে কোন ভূমিকা রাখছে না। তারা আসামির সন্ধান দিলে পুলিশ সেখানে যায়। মানববন্ধনে অন্যান্য বক্তরা বলেন, হত্যা মামলার মূল আসামি শাবানা, তার স্বামী শাহীন এবং তিন সন্তানকে দ্রুত গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ন আহবায়ক উলফাত রানা রুবেল, ৩ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সিরাজ মৃধা, সদস্য সচিব শহীদুল হাওলাদার, ৩ নং ওয়ার্ড যুব দলের আহ্বায়ক আব্দুর রহমান ও সদস্য সচিব বেল্লাল ফরাজী সহ স্থানীয়রা। এ দিকে বেলা সাড়ে ১২ টায় সংবাদ সম্মেলন ডেকে র্যাব ৮ জানায়, সুরুজ গাজী হত্যা মামলার প্রধান আসামি শাহীন সরদারকে ঢাকার মাদারটেক কাচা বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে তারা। বাকিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তারা