বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনয়েম মুন্নার নির্দেশনায় বরিশালের নিহত সুরুজ গাজীর পরিবারকে এক মাসের খোরাকি সহ ঈদ সামগ্রী বিতরণ করেছেন বরিশাল জেলা যুবদল। দুপুর সাড়ে তিনটার দিকে কাউনিয়া হাউজিং এলাকায় নিহতের পরিবারের সাথে দেখা করে বড় ভাই শাহীন গাজীর হাতে এসব তুলে দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন আহমেদ বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক উলফাত রানা রুবেল সহ যুবদলের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ জানান, নিহত সুরুজ গাজীর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য বিএনপির পক্ষ থেকে আইনজীবী দেয়া সহ বিনা পয়সার মামলা পরিচালনার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরবর্তী মাসগুলোতেও এই সাহায্য অব্যাহত থাকবে বলে জানান বাবলু। পরে নেতৃবৃন্দ নিহত সুরুজ গাজীর শিশু পুত্রের হাতে ঈদ পোশাক কেনার টাকা তুলে দেন এবং নিহত শুরুজ গাজীর মাকে আসামীদের সর্বোচ্চ শাস্তি দেয়ার ব্যাবস্থা করার আশ্বাস দেন।
বরিশাল।