বরিশাল মটর সাইকেল পার্টস বিজনেস এ্যাসোসিয়েশনের সভাপতি ও হাওয়া মটরস মালিক এবং আওয়ামীলীগের দোসর আব্দুর রহিম তালুকদারের পরিকল্পিত হামলার প্রতিবাদে সন্ত্রাসী রহিমের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার বেলা ১২ টার দিকে নগরীর ঈদগাহ্ ময়দানের বিপরীতে কর কমিশনারের কার্যলয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ভাটারখাল কলোনী (বস্তি) সহ ঐ ওয়ার্ডের প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করেন। ১০ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মামুন বেপারী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ওই ওয়ার্ডের বাসিন্দা হামলাকারীদের হামলার শিকার আহত সালাম, রেফার, রহিমা বেগম এলাকাবাসী। এসময় বক্তরা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও এখনও দেশে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় রয়েছে। আর তারা বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। তেমনই বরিশাল মটর সাইকেল পার্টস বিজনেস এ্যাসোসিয়েশনের সভাপতি ও আওয়ামীলীগের দোসর আব্দুর রহিম তালুকদারও ধরাছোয়ার বাহিরে থেকে তার বাহিনী দিয়ে নিরহ মানুষের উপর হামলা চালিয়ে যাচ্ছে। আমরা তার সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সন্ত্রাসী রহিমের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ এলাকাবাসী এক হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছি। তাকে দ্রুত গ্রেফতার করে বিচার না করলে আমরা বস্তিবাসীসহ ওয়ার্ডের সকল জনগন এক হয়ে কঠোর আন্দোলনে যাবো।
এর আগে গতকাল বৃহস্পতিবার বরিশাল নগরের বান্দ রোডে ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে মানববন্ধন করে আব্দুর রহিম সহ ব্যবসায়ীরা। সে সময় সাংবাদিকদের প্রশ্ন জবাবে রহিম জানান, মামুনের বিরুদ্ধে তিনি কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।