দৈনিক কালবেলা পত্রিকার বরিশালের ব্যুরো প্রধান, বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফিন তুষার (৪০) এর মৃত্যুকে শোক প্রকাশ করেছেন বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ সাধারণ সম্পাদক শাহীন হাসান সহ সকল সদস্য বৃন্দ। বিবৃতিতে তারা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯ টা ৫০ মিনিটের সময় সদর রোডস্থ হাবিব ভবনের দৈনিক কালবেলা পত্রিকার বরিশাল ব্যুরো অফিসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
জানা গেছে, অফিসে বসে হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করলে তাকে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী এক পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আরিফিন তুষার বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মরহুম লিটন বাশারের খালাতো ভাই ছিলেন। তিনি বরিশাল প্রেসক্লাব থেকে বার বার নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধি ছিলেন।
মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নের বাসিন্দা আরিফিন তুষারের মৃত্যুতে বরিশাল সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।