খেলাধুলা মাদকের প্রতি আসক্তি কমাতে সাহায্য করে। তাই তরুন-যুবকরা খেলার মাঠে ফিরলে মাদকের অভিশাপ থেকে সমাজ রক্ষা পাবে। যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে আমাদের এখনই উদ্যোগি হতে হবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।
তিনি আরও বলেছেন, খেলাধুলা তরুনদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণরা খেলার মাঠে ব্যস্ত থাকলে মোবাইলের আসক্তি কমে যাবে। পাশাপাশি মাদকাসক্ত হওয়ার প্রবনতা হ্রাস পাবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, সুস্থ সমাজ বিনির্মানে আমাদের তরুন প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে উদ্যোগ নিতে হবে। তাহলেই মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে। মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে সু-শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।
উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তার উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারীর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদল নেতা জোবায়ের আল মাহমুদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল, মাহিলাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিন সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বায়জিদ হাসান, ছাত্রদল নেতা কায়েস আহম্মেদ, জাফর হোসেন প্রমুখ। টুর্নামেন্টে স্থানীয় আটটি দল অংশগ্রহন করে।